নলছিটি -ঝালকাঠি প্রতিবেদক।। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক পদে ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম জামালকে মনোনীত করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি বুধবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দল আশা প্রকাশ করে যে, মো. রফিকুল ইসলাম জামাল দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এদিকে রফিকুল ইসলাম জামালকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় বুধবার বিকেলে নলছিটিতে মিষ্টি বিতরণ করেছে উপজেলা যুবদল। রফিকুল ইসলাম জামালকে ধর্ম বিষয়ক সম্পাদক পদে মনোনীত করায় বিএনপি চেয়ারমপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, শহর বিএনপির সংগঠনিক সম্পাদক মাসুম শরীফ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন শাহিন, সদস্যসচিব পলাশ সজ্জন, সিনিয়র যুগ্ম আহবায়ক লাভলু সিকদার, শহর যুব দলের আহ্বায়ক রুস্তম শরীফ, সদস্যসচিব সালাউদ্দিন রাজন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সুমন, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আদিব হাসান, যুবদল নেতা মো. মিজান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শিমুল।
Leave a Reply