মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে পুত্রের হাতে নির্মম ভাবে খুন হয়েছে পিতা।
জানাগেছে ২৪ ফেব্রুয়ারি শনিবার রাতে স্ত্রী,সন্তান নিয়ে একই ঘরে ঘুমাচ্ছিলেন খলিলুর রহমান। রাত ২টার দিকে গোঙানির শব্দ শুনে স্ত্রী সালেহা বেগমের ঘুম ভেঙে যায়। তিনি স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। আহত অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ ফেব্রুয়ারি রবিবার তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হামিজ উদ্দিন হাওলাদারের ছেলে খলিলুর রহমান হাওলাদার (৫০)। ঘটনার পর থেকে ছেলে রমজানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
বিষয়টি নিশ্চিত করেছেন ইন্সপেক্টর তদন্ত মনোরঞ্জন মিস্ত্রী। তিনি বলেন পারিবারিক ঘটনার জেরে ছেলে রমজান হাওলাদার (১৬) এর হাতে পিতা খলিলুর রহমান খুন হয়েছেন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply