মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে পিতাকে হত্যার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে তার পুত্র রমজান হাওলাদার।
২৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে মো. খলিলুর রহমানকে হত্যার সাথে জরিত থাকার অভিযোগে ছেলে রমজান হাওলাদারকে (১৬) আটক করেছে নলছিটি থানা পুলিশ।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে পিতাকে হত্যার দায় স্বীকার করেছে। সে জানায়, নিহত খলিলুর রহমান(তার পিতা) তার মায়ের সাথে প্রায়ই খারাপ ব্যবহার করতেন। ঘটনার দিনও তার মায়ের সাথে খারাপ ব্যবহার ও তাকে মারধর করেন। এতে সে ক্ষিপ্ত হয়ে সে ওই দিন রাতে পিতাকে ঘুমের মধ্যে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার পিতা মো. খলিলুর রহমানের মৃত্যু হয়।
উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. খলিলুর রহমানকে তার ঘরের বিছানায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে তার ছেলে রমজান হাওলাদার পলাতক ছিলো।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী জানান, নিহত খলিলুর রহমানের ছেলে রমজান হাওলাদারকে পুলিশ উপজেলার মোল্লারহাট ইউনিয়নের ভাড়ানী এলাকা থেকে আটক করেছে। তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পেরেছি। সে প্রাথমিকভাবে তার পিতাকে হত্যার কথা স্বীকার করেছে। এখন এ ব্যাপারে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply