মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু হয়েছ
৩০ মে বৃহস্পতিবার উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মুখিয়া গ্রামে পুকুরে পড়ে করুণ মৃত্যু হয়েছে।
একই ঘরের দুই ভাইয়ের দুই কন্যা সন্তানের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
জানাগেছে মুখিয়া গ্রামের জাকির হাওলাদার’র মেয়ে সামিয়া (০৫) এবং বাচ্চু হাওলাদারের মেয়ে সাবিনা (৬) বাড়ির সামনের পুকুর পাড়ের জামরুল গাছ থেকে জামরুল পাড়তে যায়।
পরিবারের লোকজন ধারনা করছে জামরুল পাড়তে গিয়ে একবোন পানিতে পড়ে গেলে অপর বোন তাকে উঠাতে গিয়েই হয়তো সেও পড়ে যায়।
৬টার দিকে একজনকে পানিতে ভাসতে দেখে সামিয়াকে। ওই বাড়ির হারুন হাওলাদার তাকে তুলে আনা কিছুক্ষণ পরেই পুকুরে জুতো ভাসতে দেখে আবারও খোজাখুজির শুরু করে। অনেক খোজাখুজির পরে ওই পুকুর থেকেই হারুন হাওলাদার উদ্ধার করে অপর বোন সাবিনাকে।
দুজনকেই উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী। তিনি জানান এব্যাপার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply