মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে আওয়ামী লীগের কর্মী ব্যবসায়ী রিপন হাওলাদারকে ( হঠাৎ রিপন) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
২৮ অক্টোবর সোমবার সন্ধ্যায় উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামে এ কুপিয়ে জখমের ঘটনা ঘটে। ২৯ অক্টোবর মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম।
গুরুতর আহত হঠাৎ রিপন ওই এলাকার মৃত লতিফ হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার মোস্তফা প্যাদার ছেলে রাজ্জাক প্যাদার সাথে তার দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিলো। সেই বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে হাত,পা ও মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন, রিপনকে কুপিয়ে আহতের ঘটনায় তার স্ত্রী লাকি বেগম বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় সেটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে রাসেল জোমাদ্দার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply