উপজেলা প্রতিনিধি,নলছিটি -ঝালকাঠী।। মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় ক্যাম্পে আগতদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ মাপা ও রক্তের গ্রুপ নির্নয় করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দিনব্যাপী এ ফ্রি-চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম।
নলছিটি উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ও বরিশাল ল্যাবএইড ডায়াগনস্টিক লিমিটেডের সহযোগিতায় এ ক্যাম্পের মাধ্যমে দুই শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এসময় রোগী দেখেন ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট ডা. মো. মনজুুরুর রহমান।
ফ্রি চিকিৎসা নিতে পেরে রোগীরা নলছিটি উপজেলা প্রেসক্লাব ও ল্যাবএইড ল্যাবএইড ডায়াগনস্টিক লিমিটেডকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Leave a Reply