মো: রাব্বি মোল্লা নলছিটি প্রতিনিধি: নলছিটিতে দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা
ঝালকাঠির নলছিটিতে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে শহরের স্টেশনরোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম। এসময় বিএসটিআই ঝালকাঠি কার্যালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ইউএনও মো. নজরুল বলেন, বিএসটিআই আইন ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর বিধান মোতাবেক ২টি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে বিএসটিআইর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply