বরিশালে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজকাল ডেস্ক।। আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর আয়োজনে আজ ৩০ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় সার্কিট হাউজ বরিশাল এর সম্মেলন কক্ষে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল দিলারা খানম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ নাঈমুল ইসলাম, সভাপতি সচেতন নাগরিক কমিটি সনাক বরিশাল প্রফেসর শাহ্ সাজেদা, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং কন্যা শিশুরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা কন্যা শিশুর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে জেলা প্রশাসক সকল কন্যা শিশুর উদ্দেশ্যে কন্যা শিশুদের হাতে ফুলেল শুভেচ্ছা জানান।
Leave a Reply