বরিশালের গৌরনদীতে কলসী ভর্তি গাজাসহ দম্পতি গ্রেফতার
আজকাল ডেস্ক : বরিশালের গৌরনদীতে কলসী ভর্তি গাজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
গোপনে এক বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে, এমন খবর পেয়ে সোমবার রাতে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন এস.আই বাবুল হোসেন ও এ.এস.আই পিনাকি শিকদারকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে কলসী ভর্তি গাজাসহ ওই দম্পতিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার কসবা গ্রামের বয়জউদ্দিনের পুত্র করিম চোকদার ও তার স্ত্রী রিনা বেগম।
মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, গোপনে অভিযান চালিয়ে গাজা বেচা কেনার সময় নিজ বাসা থেকে করিম-রিনা দম্পতিকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি গাজা ভর্তি কলসী ও গাজা মাপার সরঞ্জাম একটি পাল্লা উদ্ধার করা হয়। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply