পার্বত্য শান্তি চুক্তির ২৩ তম বর্ষপূর্তিতে নগরীর ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৩ তম বছর পূর্তি আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মেয়াদকালে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) মধ্যে এই চুক্তি সই হয়। এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে তিন পার্বত্য জেলায় রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটে।চুক্তিতে সরকারের পক্ষে সই করেন সে সময়ের জাতীয় সংসদের চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ্ এবং জনসংহতি সমিতির পক্ষে সই করেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা ওরফে সন্তু লার্মা।দিবসটি উপলক্ষে বরিশাল নগরীর ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যাগে আজ বুধবার সকাল ৯ টায় জেলা ও মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক কুল নয়নের মনি শহীদ আঃ রব সেরনিয়াবাতের প্রতিকৃর্তিতে পূস্পার্ঘ অর্পন করার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন কবির, সাধারন সম্পাদক মোঃ সাইদুর রহমান সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply