পৌষের শুরুতেই শীতের দাপট বরিশালে,নিম্ন আয়ের মানুষদের ভরসা এখন ফুটপাত
মোঃ শহিদুল ইসলাম // হঠাৎ করে হাড় কাঁপানো শীতে জেঁকে বসেছে গোটা দেশে। সারা দেশের মতো পৌষের শুরুতেই শীতে কাঁপছে বরিশালও। এই কনকনে শীত মোকাবেলায় নগরবাসীরা ছুটছে গরম পোশাকের খোঁজে। পৌষের শুরুতে তীব্র শীতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের কেনাকাটায় জমে উঠেছে ফুটপাত ও ভ্রাম্যমান দোকানগুলো। বরিশাল নগরীর মহসীন মার্কেট, সিটি মার্কেট, সিটি কর্পোরেশনের সামনে ও পাশের সড়কের ফুটপাত,লঞ্চঘাট সড়কের ফুটপাত,সহ বেশকিছু এলাকায় শীতের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ভ্রাম্যমাণ বিক্রেতারা। নগরীর কালেক্ট্ররি পুকুরের পাড় এলাকার ফুটপাতের বিক্রেতা সামছু জানান, এবার শীতের শুরু থেকেই তাদের দোকানগুলো জমে উঠেছে। বর্তমানে ক্রেতাদের ভিড়ও লক্ষনীয়। তিনি আরও জানান, মার্কেট ও শোরুম অপেক্ষায় একেবারে সুলভ মূল্য হওয়ায় ফুটপাতে ছুটছে মানুষ। এদিকে সরেজমিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নতুল্লাবাদ,চৌমাথা,রুপাতলী,নতুন,বাজার,পলাশপুরবৌবাজার,পোর্ট রোড,আমতলার মোড় এলাকায় ভ্যানগাড়ি কতৃক,শীতের পসরা সাজিয়ে বসেছে ভ্রাম্যমান বিক্রেতারা। বেলা বাড়ার সাথে সাথে জমে উঠে কেনাকাটা। চলে গভীর রাত পর্যন্ত । যেখানে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বিক্রি হচ্ছে শীতের পোশাক। নগরীর মার্কেটগুলোর তুলনায় কম দাম থাকায় ভিড় লক্ষ্য করা গেছে ভ্রাম্যমাণ দোকানগুলোতে। নগরীর ভ্রাম্যমাণ এসব বিক্রেতারা পুরুষ, নারী কিংবা শিশুদের শীতের পোশাক বিক্রি করছেন একেবারে কম দামে। পুরুষ ও নারীদের সুয়েটার, জ্যাকেট পাওয়া যাচ্ছে ১৫০ থেকে ৪০০ টাকার মধ্যে। আর বাচ্চাদের সুয়েটার বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে। বরিশাল আবহাওয়া অফিস জানান,গতকাল বরিবার সকালের দিকে বরিশালে তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ
Leave a Reply