ববি ভাইস চ্যান্সলরের সাথে অফিসার্স এসোসিয়েশন নতুন কার্যকরী পরিষদের সাক্ষাতকার।
ববি উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ। গত ৮ ফেব্রুয়ারী সোমবার দুপুর সাড়ে ১২ টার সময় নবনির্বাচিত সভাপতি বাহাউদ্দিন গোলাপ এবং সাধারণ সম্পাদক আবু হাচান এর নেতৃত্বে কার্যকরী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপাচার্যযের অফিস কক্ষে আসেন। এসময়ে নেতৃবৃন্দ উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান। উপাচার্য মহোদয় নবনির্বাচিত কার্যকরী পরিষদকে অভিনন্দন জানান এবং বরিশাল বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন। এর পূর্বে
দুপুর ১২ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের ২০২১ সালের জন্য নির্বাচিত কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মুহসিন উদ্দীনের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন তারা। আগামী ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তাদের সাথে নিয়ে টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে নবনির্বাচিত পরিষদ।
Leave a Reply