আজকাল ডেস্ক।। পটুয়াখালী জেলায় নতুন করে আরও ২০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমিতদের মধ্যে একজন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২২৪। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন সংক্রমিতদের মধ্যে পটুয়াখালী সদর উপজেলার ১১ জন, কলাপাড়ার ৪, দুমকির ২, বাউফল, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার ১ জন করে রয়েছেন। এঁদের মধ্যে নারী রয়েছেন চারজন। তাঁদের বয়স ২৩ বছর থেকে ৪০ বছরের মধ্যে। বাকি ১৬ জন পুরুষ। তাঁদের বয়স ২১ বছর থেকে ৭১ বছর পর্যন্ত।
পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জেলায় এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২২৪ জন। এর মধ্যে মারা গেছেন ১১ জন। সুস্থ হয়েছেন ৪২ জন। করোনা সংক্রমিত ব্যক্তিদের পটুয়াখালীর ২৫০ শয্যার হাসপাতালের আইসোলশনে ও হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Leave a Reply