মোঃ শহিদুল ইসলাম // মহামারী করোনা সংকটে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঈদের ছুটিতে বরিশাল অঞ্চলে নিজ নিজ বাড়িতে অবস্থান করছে। পবিত্র রমজান শেষে ঈদের দিনে আনন্দ উদযাপন করতে বরিশালের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান, ৩০ গোডাউন, মুক্তিযোদ্ধা পার্ক, বাটাজোরের শাহি পার্ক সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন বয়সের নাড়ী, পুরুষরা শিশু নিয়ে ঘুরতে বেড়িয়েছে এর ভিতরে প্রায় ৯০ ভাগ মানুষ স্বাস্থ্যবিধি উপেক্ষা করে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। কিছু দর্শনার্থীদের কাছে জিজ্ঞেস করলে তারা বলেন বছর ঘুরে একবার এই ঈদের আনন্দ আসে তাই একটু আনন্দ করতে ও সময় কাটাতে ঘুরতে বেরিয়েছি। বর্তমান মহামারী করোনা সঙ্কটে কিছু মানুষের অসচেতনা, জ্ঞানহীনতা ও অপরিপক্ক কার্যক্রমের জন্য সবার জিবনকে ঝুকির মধ্য ফেলে দিচ্ছে বলে মনে করেন সচেতন নাগরীকরা। এভাবে চলতে থাকলে মরনঘাতি করোনা ভাইরাস সবার ঘরে ঘরে ছড়িয়ে পরার আশংকা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে মানুসের মাঝে স্বাস্থ্যবিধি মানতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করলেও স্বাস্থ্যবিধি মানতে ও জনসমাগম এড়াতে উদাসিন এ সমস্ত মানুষদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সচেতন মহল।
Leave a Reply