আজকাল বিডি অনলাইন ডেস্ক : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মানবন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নজরুল বিশ্বাস ও সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার।
মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রথম আলোর বরিশালের নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সাধারণ সম্পাদক মিথুন সাহা।
বক্তরা বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দিতে হবে। রোজিনাকে হেনস্তা করার পেছনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও আর টিভির বরিশাল ব্যুরো প্রধান আলী খান জসিম, ইন্ডিপেন্ডেট টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, কবি হেনরী স্বপন, একাত্তর টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান বিধান সরকার, সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফিরদাউস সোহাগ, ডিবিসি নিউজের অপূর্ব অপুসহ বরিশালে কর্মরত প্রায় শতাধিক গণমাধ্যম কর্মী।
মানববন্ধন শেষে অশ্বিনী কুমার হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরিশাল রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
Leave a Reply