নিজস্ব প্রতিবেদক // নগরীর ১৫ নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলাল অসুস্থ হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বরিশালবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার।সৈয়দ জাকির হোসেন জেলালের পরিবারের পক্ষ থেকে আজ বিকালে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।উল্লেখ,গত মাসের শেষের দিকে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে এরপর তিনি তার বরিশালের বাসভবনেই অবস্থান করছিলেন। এক পর্যায়ে অসুস্থ্য বোধ করায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।এখানে দীর্ঘ ২২ দিন চিকিৎসা গ্রহন করেন, এবং করোনা নেগেটিভ আসে,এর পরও তার বুকে সমস্যা দেখা দিলে শনিবার দ্রুত তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়।এখন ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে সৈয়দ জেলালের চিকিৎসা চলছে।তিনি এখন অভিজ্ঞ ডাক্তারের নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন। এখন তার শরীরের অবস্থা আগের চেয়ে ভালো এমনটাই জানান তার পরিবারের পক্ষ থেকে। বরিশাল নগরীর ১৫ ওয়ার্ডের ৫ বারের জনপ্রিয় সাবেক কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলাল এর সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বরিশালবাসী ও ওয়ার্ডবাসির প্রতি দোয়া ও প্রার্থনা কামনা করেছেন পরিবারের সদস্যরা। এছাড়াও তার সুস্থতা কামনায় নগরীর বিভিন্ন মসজিদে তার জন্য দোয়া মোনাজাত আয়োজনের খবর পাওয়া গেছে।
Leave a Reply