তারেক ইসলামঃঃ বরিশালে গত ২৪ ঘন্টায় নতুন আরও ৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া একই সময়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জনের করোনা পজিটিভ এবং অপর ২ জনের নমুনা পরীক্ষার অপেক্ষায় রয়েছে।
গতকাল রোববার রাত সাড়ে ৯টায় প্রকাশিত রিপোর্টে জানানো হয়, ১৯০ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের নমুনায় করোনার উপস্থিতি ধরা পরে। শনাক্তের হার ৩০ শতাংশ।
শের-ই বাংলা মেডিকেলের করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া খান জানান, রোববার হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬৯ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জনের করোনা পজিটিভ আসে। অপর ২ জনের নমুনা পরীক্ষার অপেক্ষায় রয়েছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ রোগী। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।
Leave a Reply