রাজধানী ঢাকাতে এক তরুণী ধষর্ণের শিকারের পর ৯৯৯-এ ফোন দিয়ে শেখ সোহেল রানাকে (৩৯) ধর্ষককে পুলিশে ধরিয়ে দিলেন।
গতকাল রোববার (২৯ আগস্ট) দিনগত রাত ১টার দিকে নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নে এ ঘটনা ঘটে।ধর্ষক শেখ সোহেল রানা নয়নশ্রী গ্রামের মজর আলীর ছেলে।
সোমবার (৩০ আগস্ট) বিকেলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন।
তিনি জানান, রোববার গভীর রাতে এক তরুণী ৯৯৯-এ ফোন দিয়ে অভিযোগ করেন, সোহেল রানা নামে তার এক নিকটাত্মীয় তাকে ধর্ষণ করেছে। সংবাদ পেয়ে রাত ১টার দিকে পুলিশ নিজ বাড়ি থেকে সোহেল রানাকে আটক করে।
তিনি আরও জানান, এ ঘটনায় সোমবার সকালে ভিকটিম নিজে বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। শেখ সোহেল রানাকে সকালেই ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিমকে ডাক্তারি পরীক্ষাসহ আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
Leave a Reply