জমি বিক্রয়ের নিগ্যাল নোটিস
ক্লাব ওয়ান শ্রমজীবি সমিতি লিঃ রেজিঃ নং ০০৫৯ বিডি পক্ষে সভাপতি মোঃ রায়হান হোসেন জিহাদ সাকিন সি এন্ড বি রোড চৌমাথা ১৪ নং ওয়ার্ড বিসিসি উপজেলাঃ বরিশাল সদর জেলা বরিশাল সদর। নিন্ম তফসিল বর্ণিত জে, এল নং ১৩ এস, এ খতিয়ান নং ২৪৫,২৯৮,৭৫০ এর সৃষ্ট খতিয়ান ১৫৪১ এর রেকর্ডীয় মালিক মোঃ দুলাল সরদার এর আমমোক্তার এস এস আতিকুল ইসলাম, পিতাঃ মোঃ ওয়াজেদ আলী সরদার সাকিনঃ ইছাকাঠী ২৯নং ওয়ার্ড বিসিসি , উপজেলা বরিশাল সদর,জেলাঃ বরিশাল। উক্ত মালিকের নগদ টাকার একান্ত আবশ্যক হইলে আমার মোয়াক্কেল তাদের প্রতিষ্ঠানের পক্ষে তফসিল বর্নিত সম্পত্তি সাফ কবলা মুলে খরিদ করিতে চাইছেন।উল্লেখ্য থাকে উক্ত তফসিল বর্ণিত সম্পত্তি ক্রয়ের মূলে খরিদ করিতে চাইছেন। উল্লেখ থাকে উক্ত তফসিল বর্ণিত সম্পত্তি ক্রয়ের নিমিত্তে বিগত ২৫/০৮/২০২১ইং তারিখ পক্ষদ্বয়ের
মধ্যে একখানা রেজিস্ট্রি বায়না চুক্তিপত্র দলিল সম্পাদিত হয়েছে।
এমতবস্থায় অত্র বিজ্ঞপ্তির মাধ্যমে সর্ব সাধারণকে জানানো যাইতেছে যে যদি কোন ব্যক্তি প্রতিষ্ঠান,সংস্থা ,ব্যাংক-বীমা কোম্পানীর অর্থলগ্নকারী প্রতিষ্ঠানের তফসিল বর্নিত সম্পত্তিতে কোনভাবে কোন প্রকার মালিকানা দাবী থাকে অথবা প্রাক্ত সম্পত্তি নিয়া কোন প্রকার মামলা মোকদ্দমা থাকে তাইলে অত্র লিগ্যাল নোটিস পত্রিকায় প্রকাশের ৭(সাত)দিনের মধ্যে আমি নিম্ম স্বাক্ষরকারী বরাবরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।অন্যথায় ৭(সাত) দিন অপেক্ষা করিয়া আমার মোয়াক্কেল নিন্ম তফসিল বর্ণিত সম্পত্তি সাফ কবলা মূলেখ্রিদ করিবেন।
১। জিলাঃ বরিশাল, উপজেলাঃ বরিশাল সদর তৌজি নং ২৫ মৌজা ইছাকাঠী,জে এল নং ১৩ এস এ খতিয়ান নং ২৪৫,২৯৮,৭৫০ এস এ সৃস্ট খতিয়ান ১৫৪১, এস এ দাগ নং ৪৪৫,৪৪৭,৪৪৮,৪৪৯,৪৫০,৪৫২, বি এস ডি পি খতিয়ান ১৮৮ বি এস দাগ নং ৪০৩০,৪০৩১,৪০৩৩,৪০৩৫,৪০৩৪,৪০৩৯ জমির পরিমান ১৬ শতাংশ।
ভোগ দখল চিঠানক্স প্লট নং ৭ এর এস, এ দাগ নং ৪৪৫ সেমতে বি এস দাগ নং ৪০৩০।
Leave a Reply