নিজস্ব প্রতিনিধিঃঃ ভোলার লালমোহনে নিজস্ব বসত ঘর থেকে আব্দুল মান্নান বেপারী (৪০) নামের এক কাঠ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দরবেশ বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে দুই সন্তান নিয়ে পলাতক রয়েছেন নিহতের স্ত্রী নূরুন্নাহার। এঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার রাতের কোনো সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
লালমোহন থানার এসআই নূরউদ্দিন জানান, দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মান্নানের পুরুষাঙ্গসহ গলা ও মুখের বিভিন্নস্থানে কাটা রয়েছে। ছুরি এবং ধারলো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। যেহেতু নিহতের স্ত্রী ঘটনার পর থেকে পলাতক রয়েছে তাই আমাদের ধারণা এ হত্যা কাণ্ডের সাথে স্ত্রী নূরুন্নাহার জড়িত থাকতে পারে। তবে পুলিশ ঘটনার সঠিক তদন্ত করছে।
Leave a Reply