বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেছেন, আমাদের জানাবেন যেকোনো বিষয়ে, আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো। যেকোনো ঘটনা আমরা দ্রুত জানতে পারলে আমরা সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করতে পারবো।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার অফিস মিলনায়তনে পিরোজপুরে ‘কুইক রেসপন্স অ্যান্ড রিপোর্ট কার্যক্রম’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় ডিআইজি এস.এম আক্তারুজ্জামান আরো জানান, ‘পুলিশ ও জনগণের সম্পর্ক এমন হতে হবে যাতে জনগণ পুলিশকে যেকোনো তথ্য দিতে সাচ্ছন্দ্য ও আস্থা পায়। আগে থানার সেবা পেতে অনেক কষ্ট হত যা এখন নাই। গাড়িগুলোতে জিপিএস লাগানো হবে। কুইক রেসপন্স অ্যান্ড রিপোর্ট কার্যক্রম এর মাধ্যমে পিরোজপুরের পুলিশিং সেবা আরো বেগবান হবে বলে মনে করছি’।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার খান্দার খাইরুল হাসান।
Leave a Reply