নিজস্ব প্রতিবেদকঃঃবিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালের গৌরনদী উপজেলায় বিভিন্ন স্থানে মিলাদ মাহফিলে বাধা, হামলা ও তবারক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বিএনপি নেতাদের দাবি, সরকারদলীয় নেতাকর্মীদের হামলায় তাদের অন্তত আটজন আহত হয়েছেন।আজ শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে বলে বিএনপির নেতারা অভিযোগ করেন।
তিনি আরও বলেন, উপজেলার আশোকাঠি মোল্লা বাড়ি মসজিদে জুমার নামাজ শেষে মিলাদে বাধা ও ও তবারক ছিতাইয়ের ঘটনা ঘটে। গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিমকে মারধর করা হয়। এছাড়া গৌরনদী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর ও গৌরনদী কলেজের সাবেক জি এস সোহাগের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ জহির সাজ্জাদ হান্নান বলেন, সন্ধ্যার পরও গৌরনদীর বিভিন্ন স্থানে সরকারদলীয় লোকজন বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালানোর খবর পাওয়া যাচ্ছে।
হামলার অভিযোগ প্রসঙ্গে জানতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র হারিছুর রহমান হারিছসহ কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তারা কল রিসিভ করেননি।
Leave a Reply