নিজস্ব প্রতিনিধিঃঃবরিশাল বোর্ডের আওতাধীন ছয় জেলার মধ্যে এবার এসএসসির পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর। এ জেলা থেকে ১৩ হাজার ৩৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১২ হাজার ৮৫৩ জন পাস করেছে। পাসের হার ৯২ দশমিক ২৬ শতাংশ।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন ঘোষিত ফলাফলে দেখা যায়, ফলাফলে দিক থেকে শীর্ষে পিরোজপুর থাকলেও ৯০ দশমিক ৯২ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল। এ জেলা থেকে ৩৯ হাজার ৩২৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ৩৫ হাজার ৭৫৩ জন পাস করেছে।
তৃতীয় স্থানে রয়েছে বরগুনা। পাসের হার ৯০ দশমিক ৭৩ ভাগ। বরগুনা থেকে এবার ১১ হাজার ৮২৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১০ হাজার ৭২৯ জন। ৯০ দশমিক ৮ শতাংশ পাসের হার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ঝালকাঠী। এ জেলা থেকে ১০ হাজার ১৯৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ৯ হাজার ১৮৭ জন পাস করেছে।পটুয়াখালী জেলায় ৮৯ দশমিক ৮০ এবং ভোলা জেলায় ৮৭ দশমিক ১০ শতাংশ পরীক্ষার্থী পাস করে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে।
Leave a Reply