গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জানুয়ারি মঙ্গলবার ভোর রাত ৩ ঘটিকায় বিসিজি স্টেশান বরিশাল কর্তৃক বরিশাল জেলার বরিশাল সদর উপজেলাধীন কীর্তনখোলা নদী সংলগ্ন দপদপিয়া ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উক্ত এলাকা হতে ০১ টি ট্রাক তল্লাশী করে ১২২০ কেজি জাটকাসহ ০৪ জন জাটকা ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। এছাড়াও উক্ত এলাকায় অপর একটি ট্রাক তলাশী করে ১,০০,০০০ (এক লক্ষ) পিস বাটা মাছের রেনু পোনাসহ ০৪ জন পোনা ব্যবসায়ীকে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত জাটকা নির্বাহী মেজিস্ট্রট এর উপস্থিতিতে বিভিন্ন এতিমখানায় বিতরন করা হয় এবং আটককৃত জাটকা ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদলতের মাধ্যমে যথাক্রমে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপরদিকে জব্দকৃত রেনু পোনা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃত রেনু ব্যবসায়ীদের যথাক্রমে ৩,০০০ টাকা করে সর্বমোট ১২,০০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
Leave a Reply