তারিকুল ইসলাম::বরিশালের হিজলা উপজেলায় বিপুল পরিমাণ জাটকা উদ্ধার ও ১০ জেলে কে আটক করে মৎস্য দপ্তর ও পুলিশ। উদ্ধার জাটকা ইলিশ উপজেলা বিভিন্ন এতিমখানা ও অসহায় দুস্থ গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের খালিশপুর মেঘনা নদীর থেকে তারা এ মাছ উদ্ধার করে। এ সময় হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ, সহকারী ক্ষেত্র অফিসার প্রশান্ত রায়, হিজলা থানার এসআই আরিফ হোসেন, এএসআই বশির উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। তারা অবৈধ ২০ মণ জাটকা ইলিশ ও ১০ জন জেলেকে আটক করে।
মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ জানান, সরকারের আইন আমান্য করে মেঘনা নদীতে জাটকা নিধন করে পাচার করার চেষ্টা করে। এ সংবাদ পেয়ে ফোর্স নিয়ে তাদের ধাওয়া করে ১০ জন জেলে ও প্রায় ২০ মণ জাটকা জব্দ করি। জাটকা ইলিশ বিভিন্ন এতিম খানায় দুস্থদের মাঝে বিতারণ করি। আটক জেলেদের উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ জানান, সরকারের আইন আমান্য করে করে জাটকা ইলিশ নিধনের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’
Leave a Reply