ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের প্রযুক্তি ইউনিটের অন্তর্ভুক্ত চার বছর মেয়াদি বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ২০২১-২২ শিক্ষাবর্ষের লেভেল-১–এর ভর্তি আবেদন সম্পন্ন হয়েছে। এতে মোট আবেদন করেছেন ১৩,৬৮১ জন। আবেদনকৃত সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
এবার ৬ টি ইঞ্জিনিয়ারিং শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১৪৯৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন অথার্ৎ প্রতি আসনের জন্য লড়বেন ৯ জন শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযুক্তি ইউনিটের অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর সহকারী রেজিস্ট্রার মো. আবু হানিফা মেহেদী।
নিটারের সহকারী রেজিস্ট্রার আবু হানিফা মেহেদী আরো বলেন, এবছর নিটারের পাঁচটি ব্যাচেলর পর্যায়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধিনে আসন রয়েছে ৬৮৫ টি যা প্রযুক্তি ইউনিটের মোট আসনের প্রায় অর্ধেক।
আগামী ১৬ আগস্ট থেকে পরীক্ষার দিন ২ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত আবেদনকারী ভর্তি–ইচ্ছুকরা সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। আগামী ২ সেপ্টেম্বর ঢাকা অঞ্চলে সকাল ১০টা হতে বেলা ১১ঃ৩০টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Leave a Reply