ঝালকাঠির রাজাপুরে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থালেই নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে ঝালকাঠি-পিরোজপুর মহাসড়কের নৈকাঠি পালবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেন রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায়।তাৎক্ষণিক নিহত দুজনের পরিচয় জানতে পারেনি পুলিশ।
ওসি জানান, গ্যাসের সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যান পিরোজপুর থেকে বরিশালের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাইকের দুই আরোহী মারা যান।
তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, কাভার্ডভ্যান ও এটির চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানান পুলিশ কর্মকর্তা।’
Leave a Reply