পটুয়াখালীতে ডিসি স্কয়রে ১৫ দিনব্যাপী “বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা – বিক্রেতা সম্মিলন” অনুষ্ঠান সম্পন্ন। রবিবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধায় ডিসি স্কয়ার মঞ্চে বিসিক পটুয়াখালীর সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ আল আমিনের সভাপতিত্বে ও অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজের উপস্থাপনায় বিসিক শিল্প উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শেখ আবদুল্লাহ সাদিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। অনুষ্ঠানে মেলার ৮০ টি স্টলের মধ্যে প্রথম স্থান অধিকারী ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান আলফা গ্রুপ, দ্বিতীয় স্থান অধিকারী এন আর এম ফুড ও তৃতীয় স্থান অধিকারী বাউফল মৃৎ শিল্প প্রতিষ্ঠানকে ক্রেস্টসহ সনদ প্রদান করেন অতিথিবৃন্দ। প্রথম পুরস্কার গ্রহন করেন আলফা গ্রুপের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা দীপক চন্দ্র দাস, দ্বিতীয় পুরস্কার গ্রহন করেন মোঃ নজরুল ইসলাম। এছাড়া মেলায় অংশগ্রহনকারী ৮০ টি স্টল মালিক সবাইকে সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।
প্রকাশ, গত ৫ ফেব্রুয়ারী রবিবার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন
(বিসিক) ও জেলা প্রশাসন আয়োজিত শিল্প উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলন অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেছিলেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম। প্রধান অতিথ শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন একইদিন বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ও জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন অংশীজনের অংশগ্রহনে পদ্মা সেতু কেন্দ্রিক ” টেকসই শিল্পায়নের উন্নয়ন কর্মপরিকল্পনা” প্রণয়নের লক্ষ্যে মতবিনিময় সভায় অংশগ্রহন করেছিলেন।
Leave a Reply