চাঁদা না দেওয়ায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরের বিরুদ্ধে নির্মাণ প্রকল্পের রড ভ্যান করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা বাধা দিলে তাদের মারধর করা হয়।গত মঙ্গলবার রাত ৯টার দিকে ক্যাম্পাসের নির্মাণাধীন শেখ রাসেল হলের সামনে এ ঘটনা ঘটে। পরে বুধবার রাতে দুমকী থানা ও উপাচার্য বরাবর অভিযোগ দেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রকল্প ব্যবস্থাপক এনামুল হক।
এতে তিনি জানান, মঙ্গলবার রাতে শাখা ছাত্রলীগ সভাপতি সাগরের নেতৃত্বে সাবেক সহসভাপতি গোলাম রব্বানী সুহৃদ, মো. ইমরান, বসির খানসহ ৯-১০ জন নির্মাণকাজের জন্য রাখা রড ভ্যানে তুলে নিয়ে যেতে থাকেন। বাধা দিলে গোলাম রব্বানী জানান, এটি তাদের ক্যাম্পাস, এখানে নির্মাণকাজ করতে হলে টাকা দিতে হবে। আগে বলা হলেও টাকা দেওয়া হয়নি।
এ জন্য সভাপতির নির্দেশে রড নেওয়া হচ্ছে। কথা কাটাকাটির এক পর্যায়ে গোলাম রব্বানী রড দিয়ে এনামুল হককে মেরে জখম করেন ও মোবাইল ফোন কেড়ে নেন। প্রাণনাশেরও হুমকি দেন। আগেও শেখ হাসিনা হল ও শেখ রাসেল হলে কাজ চলাকালে সাগর চাঁদার জন্য হুমকি-ধমকি দিয়েছেন, যার অডিও-ভিডিও রয়েছে বলে জানান এনামুল হক।অভিযোগ অস্বীকার করে গোলাম রব্বানী বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়ির অবৈধ নেইম প্লেট, বেপরোয়াভাবে গাড়ি চালানো, মেয়েদের উত্ত্যক্ত করাসহ নানা অনিয়মের বিষয়ে কথা বলতে গেলে এনামুল হক আমাদের মারতে উদ্ধত হন। আত্মরক্ষার্থে অন্যদের ফোন দিলে তারা পালিয়ে যান।’শাখা ছাত্রলীগ সভাপতি সাগর বলেন, ‘আমি তো ক্যাম্পাসেই নেই। এর পরও এমন অভিযোগ কীভাবে করতে পারে? জাতীয় নির্বাচনের আগে এসব করে ছাত্রলীগকে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি-জামায়াত।’
দুমকী থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন তারা। আর উপাচার্য অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিতে বিষয়টি উত্থাপন করা হবে। সুষ্ঠু বিচার হবে।’
Leave a Reply