স্টাফ রিপোর্টার :: দেশের স্বেচ্ছাসেবী আইনি সংগঠন ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) এর শহিদ আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়, বরিশাল এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সরকারি বিএম কলেজের সাবেক শিক্ষার্থী সাংবাদিক মোঃ মিরাজুল ইসলাম। বুধবার (৩০ জুন) ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ এর আহ্বায়ক শরিফুল হক তুমুল ও যুগ্ম-আহ্বায়ক আশফাক-উল-হক নিলয় এই কমিটি ঘোষণা করেন। ১০৪ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নার্গিস সুলতানা চায়না, সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ইমরান হোসেন। উল্লেখ্য, ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) মূলত সাবেক বিচারক, বিজ্ঞ আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী, আইনের শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী আইনি সংগঠন। ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় সংগঠনের সাথে যুক্ত থাকা সকল সদস্যগন প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠালগ্ন থেকেই ল্যাব বিভিন্নরকম মহৎ কাজের সাথে জড়িত রয়েছে।
Leave a Reply