অনলাইনে পরীক্ষা চলাকালীন মায়ের মৃত্যুর খবর পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। রোববার সকালে ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী রাজিব মোহাম্মদ অনলাইনে পরীক্ষা দিচ্ছেলেন। এ সময় তিনি মায়ের মৃত্যুর খবর পান।
ইংরেজি বিভাগের ছাত্র উপদেষ্টা নেহরীর খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, অনলাইনে পরীক্ষার মধ্যেই সে (রাজিব) বলল মায়ের কাছে যাবে। তার পর সে লিভ নিল। পরীক্ষা শেষে আমরা জানতে পারি তার মা মারা গেছেন।
রাজিবের সহপাঠী আল আমিন সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন— অনলাইনে পরীক্ষা চলছিল। প্রায় ৩০ মিনিট অতিক্রান্ত হয়েছে। এমন অবস্থায় কান্নার শব্দ পেলাম। ডিসপ্লেতে তাকিয়ে দেখি বন্ধু রাজিবের চোখে পানি। ম্যামের কাছে সে লিভ চাইছিল। এক মিনিট পর লিভ নেওয়ার অনুমতি পায় সে। এইতো কিছুক্ষণ আগে শুনলাম তার মা আর ইহজগতে নেই!
Leave a Reply