দুর্নীতির সংবাদ ঠেকাতে ক্যাডার পাঠিয়ে হুমকি দেন শিক্ষিকা নাসরিন। কোতোয়ালি থানায় জিডি সংবাদকর্মীর দুর্নীতির সংবাদ ঠেকাতে ক্যাডার পাঠিয়ে হুমকি দেন শিক্ষিকা নাসরিন। কোতোয়ালি থানায় জিডি সংবাদকর্মীর – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
রবিবার, ২৯ জুন ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

দুর্নীতির সংবাদ ঠেকাতে ক্যাডার পাঠিয়ে হুমকি দেন শিক্ষিকা নাসরিন। কোতোয়ালি থানায় জিডি সংবাদকর্মীর

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ১৫৯ সময় দর্শন

দুর্নীতির সংবাদ ঠেকাতে ক্যাডার পাঠিয়ে হুমকি দেন শিক্ষিকা নাসরিন।

“কোতোয়ালি থানায় জিডি সংবাদকর্মীর”

স্টাফ রিপোর্টার ।। বরিশাল স্কুল শিক্ষিকার বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্থানীয় অনলাইনপত্রিকার সাংবাদিক এইচ এম আসলামকে ২২নং ওয়ার্ড সাবেক ছাত্রলীগ সভাপতি রনি পরিচয়ে অজ্ঞাত ৬-৭ জন ব্যাক্তি তার স্ত্রীর সামনে শ্লীতহানি করে এবং মারধরের হুমকি দিয়ে যায়।

এ ব্যাপারে রবিবার (২৪ অক্টোবর) সাংবাদিক এইচ এম আসলাম বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে বরিশাল কোতয়ালী(মডেল থানায়) একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর- ১২৩৮।

জানা যায়, গত ১৩ই অক্টোবর বুধবার বরিশাল থেকে অনলাইন আজকালবিডি২৪.কম পত্রিকায় ‌উত্তর কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিনের দুর্নীতি শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

প্রকাশিত সংবাদের জের ধরে ওই দিন রাতে ২২নং ওয়ার্ড সাবেক ছাত্রলীগ সভাপতি রনি পরিচয়ে ৬-৭ জন সাংবাদিকের স্ত্রীর সামনে লাঞ্ছিত করে হুমকি দিয়ে যায় মারধরের।আর এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে ফোন দিয়ে বিষয়টি জানতে চাইলে ভাড়াটিয়া সন্ত্রাসীর কথা জানতে চাইলে সে পাঠিয়েছে এবং নিউজটি না করতে বলে ফের হুমকি দেয়।

এ বিষয়ে সাংবাদিক এইচ এম আসলাম জানান, কাউনিয়া স্কুল শিক্ষিকার বিরুদ্ধে স্থানীয় অনলাইন আজকালবিডি২৪.কম পত্রিকায় সংবাদ প্রকাশের পর থেকে স্কুল শিক্ষিকা বিভিন্ন তদবির শুরু করেন। সংবাদ প্রচার অব্যাহত ও নতুন তথ্য চাইলে দিশেহারা প্রধান শিক্ষিকা আসলামের বাসায় অজ্ঞাত লোক পাঠিয়ে হুমকি ধামকি দিচ্ছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছি।

অভিযুক্ত শিক্ষিকাকে জানতে চাইলে তিনি আত্মীয় পাঠানোর কথা স্বীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর