নিজস্ব প্রতিবেদক::পটুয়াখালীর বাউফলে মেছো বাঘের শাবক(বাচ্চা) উদ্ধার করে বিপাকে উদ্ধারকারী। শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) ভোরে ইসমাইল প্যাদার ছেলে মোঃ রুবেল ওই বাচ্চা তিনটি উদ্ধার করেন। ৩টি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করার পর বনবিভাগ জমা দেয়ার জন্য নিয়ে আসলে বন বিভাগ কর্মকর্তা জমা নিতে অস্বীকৃতি জানালে শাবকগুলো নিয়ে বিপাকে পcpb তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ৬টায় দাশপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসমাঈল প্যাদার গোয়ালঘর থেকে ৩টি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেন তার ছেলে রুবেল। উদ্ধারকৃত শাবকগুলো স্থানীয় বনকর্মকর্তা আবুল কালামের কাছে নিয়ে গেলে কর্মকর্তা নানা তালবাহানা শুরু করেন। এতে শাবকগুলো উদ্ধার করে বিপাকে পড়েন উদ্ধারকারীরা। পরে বাচ্চাগুলো বনবিভাগ জমা না রেখে উদ্ধারকারীরকে ফেরৎ দিয়ে বাড়ি পাঠিয়ে যথাস্থানে ছেড়ে দেয়ার নির্দেশ দেন।
উদ্ধাকারী মো. রুবেল প্যাদা বলেন, ‘আমি বাচ্চাগুলো নিয়ে সকাল ১১টায় উপজেলা বন কর্মকর্তার কাছে যাই। সে (বনকর্মকর্তা) বাচ্চাগুলো জমা না রেখে বাড়ি ফেরৎ নিয়ে যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে ছেড়ে দিতে বলেছেন। আমি বাচ্চা নিয়ে চলে এসেছি। বাচ্চা আমার জিম্মায় রেখেছি। যদি তাদের কোন প্রতিনিধি আসে তাহলে হস্তান্তর করবো। বাচ্চা মারা গেলে আমি দায়ী থাকবো না।’
এ ব্যাপারে বনকর্মকর্তা আবুল কালাম বলেন, বাচ্চাগুলো যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে ছেড়ে দিতে বলেছি। রাতের বেলা বাচ্চাগুলো যদি মায়ের সাথে চলে যায় যাবে না গেলে আগামীকাল উদ্ধার করে জেলা বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply