আজ আট ডিসেম্বর নলছিটি মুক্ত দিবস আজ আট ডিসেম্বর নলছিটি মুক্ত দিবস – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
রবিবার, ২৯ জুন ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

আজ আট ডিসেম্বর নলছিটি মুক্ত দিবস

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১৫৩ সময় দর্শন

মিলন কান্তি দাস,নলছিটি( ঝালকাঠি)।। আজ আট ডিসেম্বর নলছিটি মুক্ত দিবস । ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশিও দোসরদের নলছিটি থেকে বিতাড়িত করে মুক্তিযোদ্ধারা বিজয়ী বেশে নলছিটির দখল নিয়ে নেয় । মার্চে শুরু করে ডিসেম্বর পর্যন্ত বহু চরাই উৎরাই পেরিয়ে বাংলার অকুতোভয় বীর সন্তানরা নলছিটিকে হানাদার মুক্ত ঘোষণা করেন। মুক্তির আনন্দে সেদিন লাল-সবুজের পতাকা হাতে রাস্তায় বেরিয়ে আসে স্বদেশেপ্রমী হাজারো মানুষ। আর নলছিটি ছেড়ে পালিয়ে যায় হানাদার বাহিনীর এদেশীয় দোসররা।

 

মুক্তির আনন্দে মুখর সেদিনের নলছিটির অবস্থা বর্ননা করতে গিয়ে নলছিটি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী দুলাল বলেন ৭ ডিসেম্বর আমরা নিশ্চিত হই নলছিটি থানার পুলিশ ও তাদের এদেশীয় দোসররা পরাজয় মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৮ ডিসেম্বর সকালে তালতলা মুক্তিযুদ্ধের ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধারা ও মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষরা শহরে আসলে শহর এবং বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার মানুষ লাল সবুজের পতাকা হাতে রাস্তায় নেমে আসে। মুক্তির আনন্দে সেদিন আমাদের চোখে ছিলো আনন্দের অশ্রু। একদিকে বিজয়ের আনন্দ অপরদিকে লাখ লাখ শহীদের আত্মত্যাগ, মা-বোনদের সম্ভ্রম হারানোর বেদনা আমাদের চোখের জলে স্মরণ করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর