বরিশালে ২ শিশু শিক্ষার্থীকে স্কুলের ভেতরে রেখে গেটে তালা: শিক্ষিকা বরখাস্ত বরিশালে ২ শিশু শিক্ষার্থীকে স্কুলের ভেতরে রেখে গেটে তালা: শিক্ষিকা বরখাস্ত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
রবিবার, ২৯ জুন ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন

বরিশালে ২ শিশু শিক্ষার্থীকে স্কুলের ভেতরে রেখে গেটে তালা: শিক্ষিকা বরখাস্ত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১৩১ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশালে দুই শিশুকে স্কুলে রেখে গেটে তালা দেওয়ায় শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন শিক্ষা অধিদপ্তর। চতুর্থ শ্রেণির ওই দুই শিশু শিক্ষার্থীকে বিদ্যালয় ভবনের ভেতরে রেখে তালাবদ্ধ করার ঘটনায় দায়িত্ব অবহেলায় শ্রেণি শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত এবং প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (০২ মার্চ) বিকেলে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার কুদঘাটা নামক স্থানে ৮ নম্বর নওগা ইন্দ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাকসুদা বেগম স্কুল ছুটির সময়ে বিকাল সাড়ে ৩ টার দিকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারজান শিকদার এবং মুনমুনকে অংক করতে বলেন। এবং অংক শেষ না হওয়া পর্যন্ত বাড়ি যাওয়া যাবেনা বলেও শাসান। কিন্তু শিক্ষিকা মাকসুদা বেগম অংক করতে দিয়ে নিজেই বাড়ি চলে যান। আর শিশু শিক্ষার্থী দুজন নিজেদের মত করে অংক করতে থাকে। অন্যদিকে প্রধান শিক্ষিকাসহ সকলে চলে গেলে দায়িত্বরতরা স্কুল গেটে তারা মেরে দেন। ওদিকে অংক শেষ করে রুম থেকে বেড়িয়ে শিশু দুটি গেটে তালা মারা দখে ভয়ে আতংকিত হয়ে পড়ে। প্রায় এক ঘন্টা পর তাদের ডাক-চিৎকার ও কান্নাকাটির শব্দ পেয়ে স্থানীয় একটি মেয়ে এগিয়ে আসে। তবে স্কুলের গেটে তালা থাকায় ভিতরে যেতে পারেনি সে।

পরে মারজানের কাছ থেকে তার বাবা জামাল শিকদারের মোবাইল নম্বর নিয়ে তাকে ফোন করে। তার মাধ্যমে মারজানের মা শিরিন আক্তার জানতে পেরে স্কুলে ছুটে আসেন। কিন্তু তখনও স্কুলের গেটে তারা মারাই ছিলো। তিনি দৌড়ে স্কুলের দপ্তরি ইমরানের বাড়িতে যান। কিন্তু ইমরান তার সাথে আরও রেগে গিয়ে অপমান অপদস্ত করেন। একপর্যায় ইমরান স্কুলের গেট খুলে দেয়। এরইমধ্যে পুলিশ ও স্থানীয় জনতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশু দুটিকে উদ্ধার করে। এ ঘটনায় আতংকিত শিশু মারজান অসুস্থ হয়ে পড়ে।

ঘটনা জানাজানি হয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখেন। তিনি পরের দিন বৃহস্পতিবারই উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে একটি তদন্ত রিপোর্ট সংগ্রহ করেন। আর সেই রিপোর্ট অনুযায়ী দোষী প্রমাণিত হওয়ায় রোববার (০৬ মার্চ) ক্লাশ শিক্ষিকা মাকসুদা বেগমকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত ও দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় স্কুলটির প্রধান শিক্ষিকা তানিয়া সুলতানার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি সূত্র জানিয়েছেন, অভিযুক্ত দুজনার বিরুদ্ধেই বিভাগীয় মামলা দায়ের করা হবে। যাতে করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার জানান, দায়িত্ব অবহেলায় শ্রেণি শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং প্রধান শিক্ষককের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর