পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নাসিং কলেজে ডিপ্লোমা ইন নাসিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ৭ম ব্যাচ এবং বিএসসি ইন নাসিং ৫ম ব্যাচের বর্ণিল আয়োজনে “খাদ্য ও পুষ্টি মেলা-২০২৩ অনুষ্ঠিত।
কলেজের অধ্যক্ষ মাহামুদা বেগমের সভাপতিত্বে ও অধক্ষ আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় ” খাদ্য ও পুষ্টি মেলা’র প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা পরিষদের সদস্য ইঞ্জিঃ অ্যাডভোকেট জামাল হোসেন, কলেজের সহকারী পরিচালক শামসুন্নাহার পারভীন। স্বাগত বক্তব্য রাখেন গাজী মুনিবুর রহমান নাসিং কলেজের পরিচালক অ্যাডভোকেট মোঃ জাকির হোসেন। উদ্বোধনী আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেলায় কলেজ শিক্ষার্থীদের আয়োজনে হরেক রকমের পুষ্টি খাদ্য ও পিঠার ১৪ টি স্টল বসে দর্শকদের আকৃস্ট করে।
Leave a Reply