নিজস্ব প্রতিবেদকঃঃ পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে এসিড দিয়ে বোন মোসা. সুমাইয়া আক্তার (১৬) এবং ছোট ভাই মোহাম্মদ আলীকে (১২) ঝলসে দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজা মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজা মিয়ার মেয়ে আউলিয়াপুর হাফিজিয়া মাদ্রাসাছাত্রী মোসা. সুমাইয়া আক্তার (১৬) ও ছেলে মোহাম্মদ আলী (১২) রাতে খাবার শেষে একই বিছানায় ঘুমিয়েছিল। রাত আনুমানিক দেড়টা থেকে ২টার মধ্যে কে বা কারা ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাদের এসিডজাতীয় পদার্থ নিক্ষেপ করলে সুমাইয়া এবং ভাই মোহাম্মদ আলীর শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, বিষয়টি জানার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটি এসিড নাকি অন্য কোনো দাহ্য পদার্থ তা পরীক্ষায় পুলিশের একাধিক টিম কাজ করছে। ভিকটিমের পরিবার এখনও কোনো অভিযোগ করেনি।’
Leave a Reply